Class 11 Geography Suggestion 2023 is ready to download. This is the best WBCHSE class 11 Geography suggestion 2023. Also, class 11 Geography MCQ Suggestion 2023 is available now.
Important questions for the WBCHSE class XI are available now. Suggestions are very much valuable for an exam that can motivate a student’s reading strategy. So everyone wishes to get a suggestion of class 11 to prepare himself/herself. Class XI students can’t get a good suggestion that prepare them well as well as save their time. For this, we take a small step to prepare completely hand-made suggestions by some experienced teachers and deliver it to every student at totally free or zero cost. Read all the expected questions of Class 11 Geography Suggestion 2023 from below.
সামনেই হতে চলেছে ক্লাস ১১ পরীক্ষা। হাতে মাত্র কয়েকটা দিন। স্বাভাবিক ভাবেই পরীক্ষার্থীদের মধ্যে টেনশন শুরু হয়ে গেছে। আর তাদের মনের মধ্যে সৃষ্টি হয়েছে ভয়। তারা সমসময় ভাবছে- পরীক্ষায় কি লিখবো? কিভাবে লিখলে ভালো নম্বর পাবো? কোন প্রশ্নগুলো বেশি করে পড়বো? এই সমস্ত প্রশ্নের উত্তর আজ দেওয়া হবে এবং তোমাদের মনের ভয় দূর হবে আজকে। ছাত্র-ছাত্রীদের ভয় ও টেনশন দূর করার জন্য আজ আমরা নিয়ে এসেছি “ক্লাস ১১ ভূগোল সাজেশন ২০২০” এবং “ক্লাস ১১ ভূগোলে সাফল্য লাভের কিছু টিপস” ।
Previous years question papers are also valuable to understand the question pattern. You can check the previous year’s question papers from here. Then download Class 11 Geography Suggestion 2023.
Suggestion Subject | Class XI Geography |
Date of Exam | March 27, 2023 |
Prepared By | Experienced Teachers |
Cost of Class XI Geography Suggestion | FREE |
Geography Suggestion for Class 11 is also available in the local market. But those suggestions are so costly. So everyone desires to get a suggestion at free of cost and also from which he/she will get the maximum no. of common in their class XI exam. Here we have uploaded the suggestion for class 11 Geography exam suggestion.
Contents
Class XI Geography Syllabus
Class 11 Geography suggestion 2023 contains the same syllabus and question pattern of West Bengal Council of Higher Secondary Education (WBCHSE). Class 11 all subject suggestion 2019 pdf download from the below link.
See full Syllabus of class 11 Geography subject from here.
Group – I : ELEMENTS OF PHYSICAL GEOGRAPHY
A. Lithosphere:
i) Endogenous process and resultant landforms : (a) folding, (b) faulting, (c) earthquake and (d) volcanic activities,
ii) Exogenous processes and resultant landforms: (a) works of ground water and (b) works of waves,
iii) Concept of cycle of erosion—(a) normal and (b) arid.
B. Hydrosphere:
i) Topography of the ocean floor : continental shelf, slope, abyssal plain, ocean deep with special reference to Pacific, Atlantic and Indian Oceans,
ii) Ocean deposits,
iii) Salinity and temperature of ocean water.
C. Atmosphere:
i) World climatic types with special reference to a) Equatorial, b) Monsoon, c) Mediterranean, d) Hot Desert and e) Temperate Grass Lands.
ii) Cyclones—their types and origins, anticyclones.
Group – II: ECONOMIC GEOGRAPHY
A. Resources :
a) Concept of material resources and classification;
b) Biotic resources:
(i) Forests—types, global distribution and utilization;
(ii) Fisheries-1—inland and marine fisheries; their location and factors affecting their distribution;
c) Mineral resources : Classification, world distribution and uses of iron ore, Manganese, copper, bauxite and mica.
d) Energy resources : (i) Conventional : distribution and uses of coal, Mineral oil and nuclear power bases of the world; geographical factors favourable for hydel power generation; with suitable Indian examples; (ii) Importance of non-conventional sources of energy : Solar, Wind, Tidal, Geo-thermal and Bio-gas.
PRACTICAL (Total Marks -20)
1. Scale:
Statement of scales, representative fractions, linear scales, construction of linear scales with primary and secondary divisions; their uses in preparation of maps.
2. Topographical Maps :
Study of conventional signs and interpretation of topographical maps (1:50000) of plateau regions of India; study of contour lines depicting valleys, spurs and scarps; drawing of cross sections.
3. Laboratory note book and viva-voce : Performed at your school
Question Pattern
West Bengal Board class 11 Geography suggestion 2023 contain the same question patern of final exam.
প্রতিটি বিভাগের প্রশ্ন বিভাজন কেমন তা নীচে দেওয়া হলো-
বিভাগ-ক (সংক্ষিপ্ত ও দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন):
এই বিভাগে মোট 5 টি প্রশ্ন আসবে (5+2, 4+3, 3+2+2) এবং প্রতিটি প্রশ্নের মান-7। এক্ষেত্রে বিকল্প প্রশ্ন থাকবে।
বিভাগ-খ (বহুবিকল্পধর্মী ও অতিসংক্ষিপ্ত প্রশ্ন):
এই বিভাগে থাকবে বহুবিকল্পধর্মী প্রশ্ন ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন (21+14)। বহুবিকল্পধর্মী প্রশ্ন অর্থাৎ MCQ আসবে মোট 21 টি এবং প্রতিটি প্রশ্নের মান-1 (এক্ষেত্রে কোনো বিকল্প প্রশ্ন থাকবে না)। অতিসংক্ষিপ্ত প্রশ্ন আসবে মোট 14 টি এবং প্রতিটি প্রশ্নের মান-1 (এক্ষেত্রে বিকল্প প্রশ্ন থাকবে)।
- Written Test: 70 marks
- Viva or Oral (Project): 30 marks
প্রশ্নসংখ্যা | প্রশ্নের মান |
২১ টি | ১ নম্বর |
১৪ টি | ১ নম্বর |
৫টি | ৭ নম্বর |
ক্লাস ১১ ভূগোলে সাফল্য লাভের টিপসঃ
- যথাযথ ও সংক্ষিপ্ত উত্তর দিতে হবে।
- পরিষ্কার ও পরিচ্ছন্ন হাতের লেখা হতে হবে।
- প্রাকৃতিক ভূগোলে অবশ্যই প্রয়োজনমতো চিত্র অঙ্কন করতে হবে (চিত্র সহযোগে উত্তরের ক্ষেত্রে নম্বরের বিভাজন: 1.5+3.5=5)।
- লেখায় উদাহরণ সহযোগে ব্যাখ্যা দিতে হবে।
- খাতায় প্যারাগ্রাফের মাঝখানে চিত্রের জন্য আলাদা জায়গা ব্যবহার করতে হবে।
- কালো কালি দিয়ে মার্জিন, এবং সবুজ অথবা নীল কালি দিয়ে প্যারাগ্রাফের হেডিং এবং মূল বিষয়গুলি আন্ডারলাইন করা।
- সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে মাথায় রাখবে, পয়েন্টভিত্তিক উত্তর লিখলে নম্বর ভালো পাবে। 2 নম্বরের প্রশ্নে 2-3টি, 3 নম্বরের প্রশ্নে 3-4টি এবং 5 নম্বরের প্রশ্নে 5-6টি পয়েন্ট বিশদভাবে ব্যাখ্যা করবে।
- কোনো পার্থক্য লেখার সময় চার থেকে ছ’টি পার্থক্য বিষয় উল্লেখ করে লিখবে।
- প্রতিটি বিষয়বস্তু পড়ার সময় ওই বিষয়ে অনুশীলনীর সমস্ত প্রশ্ন, বিগত মাধ্যমিক পরীক্ষায় আগত প্রশ্ন ও টেস্ট পেপারের প্রশ্নগুলির উত্তর তৈরি করে নিতে হবে।
- উত্তরের গুরুত্বপূর্ণ অংশগুলির তলায় দাগ টেনে দাও অর্থাৎ আন্ডারলাইন করো যাতে শিক্ষকের চোখে পড়ে।
- উত্তর লেখার সময় যতটা সম্ভব টেবল, ফ্লো চার্ট ব্যবহার করার চেষ্টা করো।
- টেস্ট পেপারে থাকা সমস্ত MCQ ও দু-একটি শব্দে উত্তরধর্মী প্রশ্নগুলি (মান-1) সমাধান করার চেষ্টা করো এবং সেগুলো একটি খাতায় লিখে রাখো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে এগুলো ব্যাপক কাজে লাগে।
- উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে বাড়িতে বসেই টেস্ট পেপার থেকে ঘড়ি ধরে 3-4টি পরীক্ষা দাও।
- সবশেষে বলি, পড়াশোনা একটি সাধনা। ধৈর্য, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পড়াশোনা করলে সফল হবেই।
(Tips collected from Mission Geography India)
Best Books
You can download Class 11 Geography suggestion book PDF or class 11 Geography textbook PDF from here.
From my knowledge, I will suggest buying the Geography Suggestion book of Chaya Prakashani. You can get it from any local book shop. You will get all the answers to our Class 11 Geography Suggestion 2023 questions. Class 11 Geography Suggestion 2023 is prepared from these text books and Test papers. If you want to study ebook in your mobile, then you can download the Class 11 Geography PDF e-Book from here.
Class 11 Geography Suggestion MCQ (একাদশ শ্রেণী ভূগোল সাজেশন)
WB class 11 suggestion 2023 is as much as important of class 11 Geography MCQ suggestion 2023.
- মহাসাগরীয় ভূত্বক দে শিলা দ্বারা গঠিত তার নাম কি ?
- পাত শব্দটি প্রথম ব্যবহার করেন কে ?
- নিচের কোনটি মহীভাবক আলোড়ন এর সঙ্গে সম্পর্কযুক্ত নয়?
- নিচের কোনটি একটি জীবন্ত আগ্নেয়গিরি?
- পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা অধিক ভূমিকম্প প্রবণ দেশ কোনটি?
- বেঙ্গুয়েলা স্রোত কোথায় দেখা যায়?
- মধ্য আটলান্টিক শৈলশিরা এর উত্তর অংশের নাম কি?
- বাস্তব্যবিদ্যা শব্দটি প্রথম প্রবর্তন করেন কে?
- গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র কে কি বলা হয়?
- আয়রন উড কোথায় পাওয়া যায়?
- অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত?
- ভাকরা নাঙ্গাল পরিকল্পনা সাহায্যে জল সেচ করা হয় কোথায়?
- কোন দেশ থোরিয়াম উৎপাদনে শ্রেষ্ঠ?
- একটি লৌহ সংকর ধাতুর উদাহরণ দাও?
- কেন্দ্রমন্ডল প্রধানত কি কি উপাদান দ্বারা গঠিত?
- সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে?
- কনরাড বিযুক্তি তল কি?
- প্যানজিয়া নামক বৃহৎ প্রাচীন ভূখণ্ডের উত্তর ও দক্ষিণ অংশের নাম উল্লেখ করো?
- শিলাস্তরের নীতি বলতে কী বোঝায়?
- শায়িত ভাঁজ এর সংজ্ঞা দাও?
- টেলিগ্রাফ মালভূমির অবস্থান উল্লেখ করো?
- প্রশ্ন কুরোশিও স্রোত এর সাথে যে শীতল স্রোত মিশেছে তার নাম উল্লেখ করো?
- জীবভর কাকে বলে?
- রাসায়নিক স্বভোজী বলতে কী বোঝায়?
- পোল্ডার ভূমি কি?
- বাণিজ্যিক মৎস্য আহরণ কাকে বলে?
- সম্পদের সংজ্ঞা দাও?
- পরিবেশ মিত্র সম্পদ বলতে কী বোঝায়?
- ভূমধ্যসাগরীয় চিরহরিৎ অরণ্যের অক্ষাংশ গত বিস্তার উল্লেখ করো?
- যে ধরনের মাছ গভীর সমুদ্রে বসবাস করে তাদের নাম করো?
- জাপানের দুটি সমভূমির নাম করো?
- নিত্যবহ খাল বলতে কী বোঝায়?
- অস্ট্রেলিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য কয়লা উত্তোলন কারী অঞ্চলের নাম করো?
- পৃথিবীর সবচেয়ে উল্লেখযোগ্য তামা উৎপাদনকারী দেশ কোনটি?
- ম্যাঙ্গানিজের দুটি আকরিকের নাম করো?
- প্রতিবিধান তল এর সংগা দাও?
- অভিসারী ও অপসারী পাত সীমানা বলতে কী বোঝো?
Exam Date of Geography (Class XI)
From the WBCHSE board routine, the Geography exam of Higher Secondary will be held on March 27, 2023. So take a look at this HS Geography Suggestion before going to the exam. Prepare all questions of class 11 Geography Suggestion 2023 before the final exam.
Exam Time
The total time duration allotted for the exam is 3 hours 15 minutes. And the time of the exam is from 2:00 pm to 5:15 pm. If you prepare this Class 11 Geography Suggestion 2023, then surely you can save some in your exam.
Class 11 Geography Suggestion 2023 PDF
Some experienced teachers have prepared the class XI Geography suggestion. And they have a good reputation for preparing suggestions. You can easily prepare yourself downloading this precious class 11 final exam suggestions from the below link. Download Class 11 Geography Suggestion 2023.
Class 11 all subject suggestion
- এইরি প্রবর্তিত সমস্থিতি তত্ত্বটি ব্যাখ্যা করো।
- প্রতিসারী পাক সীমান্তে যে সকল ভূমিরূপ গঠিত হয় সেগুলি উদাহরণসহ আলোচনা করো।
- শীলা স্তরে ভাজ সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো।
- চিত্রসহ স্বাভাবিক চ্যুতি ও বিপরীত চ্যুতির সংজ্ঞা দাও।
- ভূমিকম্পের ভূগাঠনিক কারণসমূহ আলোচনা করো।
- বাইক ও সিল এর মধ্যে পার্থক্য নিরূপণ করো।
- অবস্থানের উপর ভিত্তি করে সামুদ্রিক সঞ্চয় এর শ্রেণীবিভাগ কর এবং তাদের বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো।
- বাস্তু তন্ত্রের সংজ্ঞা দাও বাস্তু তন্ত্রের বিভিন্ন উপাদান গুলোর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো।
- সম্পদ হলো প্রকৃতি, মানুষ ও সংস্কৃতির যুক্ত ফল উক্তিটি ব্যাখ্যা করো।
- অরণ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি গুলি আলোচনা করো।
- অবরুদ্ধ প্রবহমান সম্পদ এর একটি উদাহরণ দাও।
- জল বিভাজিকা বলতে কী বোঝায়।
- জলবিভাজিকা ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি গুলি আলোচনা করো।
- অচিরাচরিত শক্তির উৎস গুলি কি কি।
- মার্কিন যুক্তরাষ্ট্রের লৌহ আকরিক এর বন্টন সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
মানচিত্র চিন্নিতকরণ
- আফ্রিকার সাভানা তৃণভূমি
- উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগর এর মৎস চারণ ক্ষেত্র
Conclusion
Suggestions are nothing but a probability of outcome questions. So we suggest you read your textbooks well and make a clear concept on the topic before this Class 11 Geography Suggestion. We say that the textbooks might be one’s priority to score well.
You can comment here about your satisfaction with this suggestion and also can discuss any of your queries related to Class 11 Geography Suggestion 2023 with us. You can also like our Facebook Page to get the latest update.