সরকারী চাকুরীর জন্য যারা Preparation নিচ্ছেন যে সকল ছাত্র-ছাত্রী সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ খবর যেটা গভর্মেন্টের একটা নতুন স্কিম, যেটা হল ONE NATION ONE EXAM । Job Applicant এর জন্য Important Notification ।
এই ONE NATION ONE EXAM জিনিসটা আসলে কি ? এটা এখনো অনেকের কাছে স্পষ্ট নয় । গভর্নমেন্ট এটা শুরু করেছে 2018 সালের 14 মার্চ রাজ্যসভায় একটা বিল পাসের মাধ্যমে । যেটাতে বলা হয়েছে একটা Common Entrance Test হবে এবং সেখান থেকে Group B নন-গেজেটেড পোস্ট লেভেলের পোষ্টের জন্য সিলেক্ট করা হবে ছাত্র-ছাত্রীদের । Government of India বিল এ যেটাকে বলা হয়েছে A Single Window Exam।
Contents
ONE NATION ONE EXAM স্কিম শুরু হওয়ার কারন ?
One Nation One Exam স্কিমের শুরু হওয়ার কারন অনেকেই মনে করেছে যে স্টাফ সিলেকশন কমিশনের SSC Exam বহুবার বাতিল হয়েছে বিভিন্ন কারণে। হয় কখনো Fully Cancel বা কখনো Partial Cancel শেষ পাঁচ বছরে । এবং এর জন্য এসএসসির একটা রেপুটেশন ও কমে যাচ্ছে । তাছাড়া ছাত্র-ছাত্রীদের Valuable সময় ও টাকাও নষ্ট হচ্ছে। যেটা সরকার বা ছাত্রছাত্রীরা কেউ পছন্দ করেনা। তাই Government of Staff Selection Commission চাইছে একটা Common Entrance Test নেয়া হবে যেটা থেকে ছাত্র-ছাত্রীদের Carefully এবং Well-Organized ভাবে Select করা হবে এবং সেখান থেকে ছাত্র-ছাত্রী এবং কমিশন উভয়ই বেনেফিট হবেন।
CET পরীক্ষার যোগ্যতার মান
Common Entrance Test আয়োজিত হবে তিনটি লেভেলে –
- Matriculation Level / মাধ্যমিক পর্যায়
- Higher secondary Level / উচ্চমাধ্যমিক পর্যায়
- Bachelor level / স্নাতক পর্যায়
NOTE:-
ছাত্র-ছাত্রীদেরকে এটাও মনে রাখতে হবে যে এই Common Entrance Test আয়োজিত হবে দুটি Phase এর মাধ্যমে Tier I এবং tier II .
Tier I : এটা একটা কমন Screening Test, যেটা পিলিমিনারি Exam এবং এখান থেকে First লেভেল সিলেকশন করা হবে । এবং এটা যে Authority র এক্সাম, সেই Authority দ্বারা পরিচালিত হবে।
Tier II : এটা Main Exam । যেটা Recruiting Agencies বা Organization থেকে আলাদাভাবে পরিচালনা করা হবে ।
CET will be an objective type, multiple-choice questions based examination.
Validity of Qualified Candidates
Common Entrance Test পরীক্ষায় উন্নীত হলে সেটার Validity থাকবে দুই বছর । ছাত্র-ছাত্রীদেরকে Tier II পরীক্ষায় বসতে গেলে Tier I পাশ করতে হবে যেটা সেই Recruiting এজেন্সি দ্বারা পরিচালিত হবে এবং Tier II সম্পূর্ণ আলাদাভাবে পরিচালিত হবে।
How to Register for One Nation One Exam
আগ্রহী ছাত্রছাত্রীরা রেজিস্টার করতে পারেন National Career Service এর ওয়েবসাইট থেকে যেটা Ministry of labour and Employment দ্বারা পরিচালিত হয়।
NCS তাদের জন্য একটা Unique ID generate করবে । এটা শুরু হবে 2018-19 Financial Year থেকে। এবং শুধুমাত্র Graduation লেভেলের পরীক্ষা আয়োজিত হবে 2019 এর February তে ।এবং 2020থেকে All Level Exam মানে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, বা স্নাতক লেভেলের পরীক্ষা আয়োজিত হবে ।
CET পরীক্ষার সুবিধা
- CET পরীক্ষা আয়োজিত হলে ছাত্র-ছাত্রীদেরকে এসএসসি বা ব্যাংকের যে Pre-examination হয়, সেই পরীক্ষায় বসতে হবে না শুধুমাত্র একটা পরীক্ষা দিয়েই যেটা Tier-I, ছাত্র-ছাত্রীরা এই সমস্ত অর্গানাইজেশনের জন্য 1st Level কোয়ালিফায়ার হতে পারে।
- ছাত্রছাত্রীকে বিভিন্ন সময় বিভিন্ন Organization এর যেমন BANK, SSC পরীক্ষার ফরম ফিলাপ করতে হবে না।
- কোন ছাত্র যদি Tier-I Qualified হয় তাহলে সেই Qualified সার্টিফিকেটের Validity থাকবে দু’বছর ।
- CET পরীক্ষায় কোন ছাত্র যে Rank করবে বা যে Percentage নাম্বার পাবে, সেই percentage এর উপরে Government যেমন Hire করবে তেমনি কোন প্রাইভেট কোম্পানি ও সেই marks উপরে recruitment করতে পারে।
CET পরীক্ষার অসুবিধা
- CET পরীক্ষার ফিস অবশ্যই বেশি হবে যেহেতু এটা একটা বিভিন্ন পরীক্ষার সমন্বয়।
- কেউ যদি একবার CET পরীক্ষার ফরম ফিলাপ না করে তাহলে তাকে আবার পরের বছরের জন্য ওয়েট করতে হবে এই RAIL, BANK, SSC পরীক্ষা দেবার জন্য।
- পরীক্ষাটি হবে শুধুমাত্র ইংলিশ এবং হিন্দি ল্যাংগুয়েজ এর উপরে । কোন Regional Language এই পরীক্ষাতে Include করা হবে না। সেজন্য এটা একটা বড় সমস্যা হতে পারে ছাত্র-ছাত্রীদের যারা English বা হিন্দিতে ততটা প্রিপেয়ার নয়।
কোন কিছু আরো জানার থাকলে বা কোন উয়ারী থাকলে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে বা এই ওয়েবসাইটের Contact Form থেকে|