Madhyamik History Suggestion is now ready to download for class 10 students. This is a History Suggestion in Bengali Version. Students can take preparation from this suggestion.
Suggestions are so much valuable to a exam that can change a student’s life. So everyone wants to get a suggestion to prepare himself/herself. Madhyamik and Higher secondary students can’t get a good Madhyamik History Suggestion that prepare them well as well as save their time. For that, we takes a small step to ready a hand-made suggestions by some experienced teacher and deliver it to the every student at totally free or zero cost. Previous years question papers are also valuable to understand the question pattern. You can check the previous year’s question papers from here.
Suggestion Subject | Madhyamik History Suggestion 2022 |
Date of Exam | February 27, 2023 |
Prepared By | Experienced Teachers |
Cost of Madhyamik History Suggestion | FREE |
Some suggestions are also available in market. But the cost of that suggestions are high. So everyone try to get a suggestion at free and also from which he/she will get the maximum no of common in their board exam. Here we have uploaded the History suggestion for Madhyamik candidates.
Contents
Total Madhyamik History Syllabus
সম্পূর্ণ মাধ্যমিক ইতিহাস সিলেবাস টি নিচে দেওয়া হল। তবে পরিবর্তিত Reduced সিলেবাসটি তে কিছু চ্যাপ্টার কমিয়ে দেয়া হয়েছে এবং সেই পরিবর্তিত Reduced সিলেবাসটি নিচের টেবিলে দেওয়া হল। Madhyamik History Suggestion টি এই পরিবর্তিত সিলেবাস এর উপর ভিত্তি করে বানানো হয়েছে।
- প্রথম অধ্যায় – ইতিহাসের ধারণা
- দ্বিতীয় অধ্যায় – সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা
- তৃতীয় অধ্যায় – প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
- চতুর্থ অধ্যায় – সংঘব্ধতার গোড়ার কথা : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
- পঞ্চম অধ্যায় – বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা
- ষষ্ঠ অধ্যায় – বিশ শতকের ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা
- সপ্তম অধ্যায় – বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ / মাধ্যমিক ইতিহাস
- অষ্টম অধ্যায় – উত্তর-ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব
Madhyamik History Reduced Syllabus
পরিবর্তিত কমানো সিলেবাসটি অনুযায়ী পাঁচটি অধ্যায় এই বছরের পরীক্ষাতে থাকবে। সেগুলি হল প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় । বাকি অধ্যায়গুলি এবছরের পরীক্ষার জন্য তোমাদের পড়তে হবে না। নিচে অধ্যায় গুলির নাম এবং বিষয় টেবিল আকারে দেয়া হল।
অধ্যায় | বিষয় |
প্রথম অধ্যায় | ইতিহাসের ধারণা |
দ্বিতীয় অধ্যায় | সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা |
তৃতীয় অধ্যায় | প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ |
চতুর্থ অধ্যায় | সংঘব্ধতার গোড়ার কথা : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ |
পঞ্চম অধ্যায় | বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ) |
Exam Date of Madhyamik History Exam
From the WBBSE board routine, the history exam of Madhyamik will be held on February 27, 2023.
Question Pattern of Madhyamik 2023 History Exam
Written Test
Madhyamik History Suggestion 2023 written exam will be conducted by 90 marks. Chapter wise mark distribution is described below.
MCQ Question
প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্রতিটি অধ্যায় থেকে ৪ টি করে MCQ আসবে। এই ২০ টি MCQ এর উত্তর করতে হবে। কোন বিকল্প বা এক্সট্রা কোশ্চেন থাকবে না। প্রতিটি প্রশ্নের প্রশ্ন মান থাকবে ১ নম্বর। সুতরাং, এই বিভাগ থেকে মোট নম্বর হলো ১*২০ = ২০ নম্বর।
Very Short Question (অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন)
প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্রতিটি অধ্যায় থেকে ৪ টি করে SAQ আসবে। অর্থাৎ, মোট ২০ টি SAQ প্রশ্ন থাকবে। এই ২০ টি SAQ এর মধ্যে ১৬ টির উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের প্রশ্ন মান থাকবে ১ নম্বর। সুতরাং, এই বিভাগ থেকে মোট নম্বর হলো ১*১৬ = ১৬ নম্বর।
Short Question (সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন)
প্রথম ও তৃতীয় অধ্যায় থেকে ২ টি করে প্রশ্ন আসবে এবং দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম অধ্যায় থেকে ৪ টি করে প্রশ্ন আসবে। অর্থাৎ, মোট 16 টি প্রশ্ন থাকবে। এই ১৬ টি প্রশ্নের থেকে ১১ টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের প্রশ্ন মান ২ নম্বর। সুতরাং, এই বিভাগ থেকে মোট নম্বর হলো ২* ১১ = ২২ নম্বর।
Descriptive Question ( বিশ্লেষণধর্মী প্রশ্ন )
দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় থেকে ৪ টি প্রশ্ন আসবে এবং চতুর্থ ও পঞ্চম অধ্যায় থেকে ৪ টি প্রশ্ন আসবে। অর্থাৎ মোট ৮ টি প্রশ্ন থাকবে। এই ৮ টি প্রশ্নের থেকে ৬ টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের প্রশ্ন মান থাকবে ৪ নাম্বার। সুতরাং, এই বিভাগ থেকে মোট নাম্বার হলো ৪*৬=২৪ নম্বর।
Essay Type Question (রচনাধর্মী প্রশ্ন)
দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অধ্যায় থেকে ৩টি প্রশ্ন আসবে। এই ৩টি প্রশ্নের থেকে ১টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নের প্রশ্নমান হলো ৮ নাম্বার। সুতরাং, এই বিভাগ থেকে মোট নাম্বার হল ৮*১=৮ নাম্বার।
অর্থাৎ, মাধ্যমিক ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রে MCQ থাকবে 20 নাম্বার, Very Short Type Questions থাকবে 16 নাম্বার, Short Type Questions এ থাকবে 22 নাম্বার, Descriptive Type Questions এ থাকবে 24 নাম্বার এবং Essay Type Questions এ থাকবে 8 নাম্বার।
Viva/Oral & School Project
There will be 10 marks for school project or any type of viva. This will be conducted in your own school and number will be send to board by your school teachers.
This Madhyamik History Suggestion is prepared based on the new reduced syllabus published by West Bengal Board of Secondary Education (WBBSE).
Exam Time
The total time duration allotted for exam is 3 hours 30 minutes. The question will be served 15 minutes before. The time of exam is from 11:45 am to 3 :00 pm.
If you prepare well from this Madhyamik History Suggestion 2023, then you can surely complete all the questions within stipulated time and also will get time to recheck your answer sheet once again. Recheck of final answer sheet before submit it to the invigilator is too much important for any candidate. For that try to practice all the questions from the Madhyamik History Suggestion 2023.
Exam Place
In this year students have to appear for the Madhyamik examination from their own school or from home centers.
Madhyamik History Suggestion
This Madhyamik History Suggestion is prepared by some experienced teachers. And they have a good reputation for preparing suggestion in every year. So it may be your best suggestion with sure common in Board exam. You can download this suggestion from the below link.
ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) & সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়)
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (প্রশ্নমান-1)
এই প্রশ্নগুলি তোমাদেরকে পাঠ্যবই এবং টেস্ট পেপার থেকে তৈরি করতে হবে।
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (প্রশ্নমান-2)
- বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো ।
- রেলপথের প্রসার এক দেশে এক রকম প্রভাব ফেলেছে এমন কিছু উদাহরণ দাও ।
- আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন ?
- আঠারো শতকে কেন অন্ধকার যুগ বলা হয় ?
- নীলদর্পণ নাটকে তৎকালীন বঙ্গসমাজ এর কিরূপ চিত্র ফুটে উঠেছে ?
- বামাবোধিনী পত্রিকা কেন প্রকাশিত হয় ?
- স্বাধীনতার পরবর্তীকালে রচিত দুটি নাটকের নাম লেখো ।
- ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয় ?
- মেকলে মিনিট এ কি বলা হয় ?
- নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো ?
- হরিনাথ কে কাঙ্গাল হরিনাথ বলা হয় কেন ?
- রামমোহন রায় ও ইয়ং বেঙ্গল দলের সমাজ সংস্কার আন্দোলনের লক্ষ্যের মধ্যে পার্থক্য কোথায় ?
- কোন একটি শহরের ইতিহাস, ইতিহাসের কোন কোন দিক উন্মোচন কর ।
- ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পূর্বে ভারতের শিক্ষা ব্যবস্থার বিবরণ দাও ।
- ফোট উইলিয়াম কে কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন ?
- সত্যজিৎ রায় পরিচালিত দুটি চলচ্চিত্রের নাম লেখো ।
- ঐতিহাসিক উপাদান হিসেবে চিঠিপত্রের গুরুত্ব কি ?
- শিক্ষাক্ষেত্রে 1813 খ্রিস্টাব্দে সনদ আইন এর গুরুত্ব কী ছিল ?
- নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেন এবং এটি কবে প্রকাশিত হয় ?
- জাতীয়তাবাদ বিস্তারে খেলা কিভাবে সাহায্য করে ?
- স্মৃতিকথা অথবা আত্মজীবনী কে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা যায় ?
- স্থানীয় ইতিহাস চর্চা জরুরি কেন ?
- ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ?
- ক্রমনিম্ন পরিস্রুত নীতি বা চুইয়ে পড়া নীতি বলতে কী বোঝো ?
- অ্যানাল স্কুল কি ?
- বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে ডেভিড হেয়ারের ভূমিকা কি ছিল ?
- পাশ্চাত্য শিক্ষার দাবিতে রাজা রামমোহন রায়ের পত্র সম্পর্কে লিখ ।
- বিধবা বিবাহ আইন কে কবে পাস করেন ?
- লালন ফকির কে ছিলেন ?
- বিধবা বিবাহ আইন প্রবর্তন এর ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো ।
- নারী সমাজের ইতিহাস চর্চার ক্ষেত্রে উল্লেখযোগ্য দুটি গ্রন্থের নাম লেখ ।
- শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন ?
- নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো ?
বিশ্লেষণধর্মী প্রশ্ন (প্রশ্নমান–4)
- আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে পুলিশ এবং গোয়েন্দা বাহিনীর ভূমিকা এবং তার ব্যবহারের পদ্ধতি আলোচনা করো ।
- চিকিৎসা বিদ্যা চর্চার ইতিহাসে মেডিকেল কলেজের অবদান আলোচনা করো ।
- বাংলায় নীল চাষীদের কল্যাণে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার হরিশচন্দ্র মুখোপাধ্যায় এর ভূমিকা কি ছিল তা আলোচনা করো ।
- সাম্প্রতিককালের শিল্পের ইতিহাস চর্চায় চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ব্যাখ্যা করো ।
- হুতুম প্যাঁচার নকশা গ্রন্থের 900 ত্বকের বাংলা সমাজের কি প্রতিচ্ছবি লক্ষ্য করা যায় ?
- আধুনিক ভারতের ইতিহাস চর্চার প্রধান উপাদান গুলি আলোচনা করো ।
- বাংলার সমাজ সংস্কারের ক্ষেত্রে ডিরোজিওর নেতৃত্বাধীন নব্য বঙ্গ গোষ্ঠীর অবদান মূল্যায়ন করো ।
- উডের ডেসপ্যাচ সম্পর্কে কি জানো লিখ
- নীলদর্পণ নাটক কার রচনা ? কোন বিষয়কে কেন্দ্র করে রচিত হয় ?
- উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো ।
- আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিভিন্ন আত্মজীবনী ও স্মৃতিকথা মূলক রচনা সম্পর্কে আলোচনা করো ।
- সম্প্রতিকালে খেলাধুলা ও খেলাধুলার ইতিহাস চর্চা কিভাবে জনপ্রিয় হয়ে উঠেছে তার বিবরণ দাও ।
রচনাধর্মী প্রশ্ন (প্রশ্নমান–8)
- ভারতে ইংরেজি শিক্ষার প্রসারে বিদেশিদের ব্যক্তিগত ও খ্রিস্টান মিশনারীদের উদ্যোগ এর উল্লেখ করো ।
- হাজার 900 তোকে বাংলা তথা ভারত সমাজ ও ধর্ম সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো ।
- দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের সমকালীন বাংলা সমাজ চিত্র কিভাবে প্রতিফলিত হয়েছিল তা ব্যাখ্যা করো ।
- উনিশ শতকের নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্কওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিলেন ?
- হাজার 900 তোকে বাংলার নবজাগরণ বলতে কি বোঝো এবং এই নবজাগরণের চরিত্র ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো ।
- আধুনিক সামাজিক ইতিহাসের নব-দিগন্ত রূপে নারী সমাজের ইতিহাসের গুরুত্বপূর্ণ তা আলোচনা করো ।
- ইতিহাসের উপাদান রূপে বঙ্গদর্শন এবং সোমপ্রকাশ পত্রিকা দুটির মূল্যায়ন করো ।
- স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আদর্শ বা নব্য বেদান্ত ব্যাখ্যা করো ।
- ডেভিড হেয়ার স্মরণীয় কেন ?
প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) & সংঘব্ধতার গোড়ার কথা : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (চতুর্থ অধ্যায়)
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (প্রশ্নমান-1)
এই প্রশ্নগুলি তোমাদেরকে পাঠ্যবই এবং টেস্ট পেপার থেকে তৈরি করতে হবে।
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (প্রশ্নমান-2)
- ফরাসি আন্দোলনের কি ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন ব্যাখ্যা করো ।
- বাংলায় মুদ্রণ শিল্পের সঙ্গে যুক্ত কোন কোন নতুন পেশার সৃষ্টি হয় ?
- এনফিল্ড রাইফেলের টোটাল ঘটনাটি কি ছিল ?
- বিদ্যাসাগর নারী শিক্ষা ভান্ডার গঠন করেছিলেন কেন ?
- ঘোষণাপত্রের দুটি উল্লেখযোগ্য ঘটনা উল্লেখ করো ।
- উপনিবেশিক ভারতে কৃষক ও উপজাতি বিদ্রোহ গুলির প্রধান কারণ কি ছিল ?
- দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরন বিশ্বাস কে ছিলেন ?
- ইলবার্ট বিল কি ?
- কেনারাম ও বেচারাম বলতে কী বোঝো ?
- রবীন্দ্রনাথের মতে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য বা কাজ কি ?
- উনবিংশ শতকে বাংলায় ছাপাখানা প্রসারে একটি পরিসংখ্যান দাও ।
- বিপ্লব (Revolution) বলতে কী বোঝায় ?
- কোন কোন অঞ্চল নিয়ে জঙ্গলমহল গঠিত হয় ?
- পাশ্চাত্য শিক্ষার দুটি সুফল বর্ণনা করো ।
- কোল বিদ্রোহের প্রধান কারণ গুলি আলোচনা করো ।
- রায়তি বা দাদনী বলতে কী বোঝো ?
- কুদেতা (Coup de etat) কাকে বলে ?
- মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল ?
- বিশ্বভারতী বিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কে কবে করেন এবং এই বিশ্ববিদ্যালয়ে কোন কোন বিষয় পড়ানো হয় ?
- 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহে প্রত্যক্ষ কারণ কি ছিল ?
- বালাকোটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল এবং এই যুদ্ধের পরিণতি কি হয় ?
- রবীন্দ্রনাথের বিশ্বভারতী শিক্ষা নীতির দুটি প্রধান বৈশিষ্ট্য লিখ ।
- অস্ত্র আইন এর বিরুদ্ধে ভারত সভা আন্দোলনের পরিচয় দাও ।
বিশ্লেষণধর্মী প্রশ্ন (প্রশ্নমান–4)
- সাঁওতাল বিদ্রোহের কারণ কি ?
- হাজার 900 শতকে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ এর ক্ষেত্রে কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ?
- আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারের সহায়তা করেছিল ?
- নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারীদের ভূমিকা কি ছিল ?
- নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায় এর ভূমিকা কি ছিল ?
- ব্রিটিশ শাসনকালে ভারতের সংঘটিত বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহের প্রধান কারণগুলি কি ছিল বর্ণনা দাও ।
- জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো
- সাঁওতাল বিদ্রোহের ফলাফল কি ছিল ?
- রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা এই প্রকৃতি ও পরিবেশের কি ভূমিকা ছিল ?
- রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা মানুষ সম্পর্কে কি দৃষ্টিভঙ্গি ছিল ?
- জাতীয় শিক্ষা পরিষদের উদ্যোগে এবং জাতীয় শিক্ষার প্রসার কেন ব্যর্থ হয় ?
রচনাধর্মী প্রশ্ন (প্রশ্নমান–8)
- সাঁওতাল হুল ও নীল বিদ্রোহের একটি তুলনামূলক আলোচনা করো ।
- নীল বিদ্রোহ ঘটার কারণ কি এবং এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো ।
- রংপুর বিদ্রোহের কারণ ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো ।
- অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘ ভারতমাতা ’ ছবির তাৎপর্য ব্যাখ্যা করো ।
- বঙ্গভাষা প্রকাশিকা সভা কে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন ?
- হাজার 900 ত্বকের বাংলাদেশী জাতীয়তাবাদ বিকাশে হিন্দুমেলার অবদান আলোচনা করো ।
- বাংলায় ওয়াহাবি আন্দোলনের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো ।
- বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে আলোচনা করো ।
বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়)
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (প্রশ্নমান-1)
এই প্রশ্নগুলি তোমাদেরকে পাঠ্যবই এবং টেস্ট পেপার থেকে তৈরি করতে হবে।
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (প্রশ্নমান-2)
- বঙ্গ চিত্র কেন আঁকা হয় ?
- স্যার স্টাফোর্ড ক্রিপস কে কি উদ্দেশ্যে ভারতে পাঠানো হয় ?
- বাবা রামচন্দ্র কে ছিলেন ?
- উনিশ শতকের দ্বিতীয়ার্ধ কে সভা সমিতির যুগ বলা হয় কেন ?
- জাতীয় শিক্ষা বলতে কী বোঝো ?
- মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল ?
- বিদ্রোহের যেকোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।
- ভাগনাডিহির মাঠ স্মরণীয় কেন ?
- ভারতে জাতীয়তাবাদ বিকাশে গোরা উপন্যাসের অবদান উল্লেখ করো ।
- ভারত সভা প্রতিষ্ঠার প্রধান দুটি উদ্দেশ্য লিখ ।
- গগেন্দ্রনাথ ঠাকুর কিভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন ?
- বটতলার প্রকাশনা বলতে কী বোঝো ?
- ইলবার্ট বিল বিরোধী আন্দোলন বা শ্বেত বিপ্লব কি ?
- জাতীয় সম্মেলন কি ?
- শিক্ষিত বাঙালি সমাজ কেন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কে সমর্থন করেনি ?
- সন্ন্যাসী ফকির বিদ্রোহ কেন সংঘটিত হয় এবং এই বিদ্রোহের একজন নেত্রীর নাম লেখ ।
- হাজার 900 ত্বকের জাতীয়তাবোধে জাগরন সাহিত্যে ও চিত্র শিল্পের ভূমিকা দুটি বৈশিষ্ট্য লিখ ।
- কারা কবে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন ?
- বিদ্যাসাগরের বর্ণপরিচয় প্রকাশিত হওয়ার আগে ছাপাখানা থেকে প্রকাশিত শিশু শিক্ষা বিষয়ক কয়েকটি বাংলা গ্রন্থের নাম লেখ ।
- স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত বনধ এর বিষয়বস্তু কি ছিল ?
- উইলিয়াম কেরি কে ছিলেন ?
- প্রথম কে কবে কোথায় আধুনিক মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করেন ?
- জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কি ছিল ?
বিশ্লেষণধর্মী উত্তরধর্মী প্রশ্ন (প্রশ্নমান–4)
- জাতীয় শিক্ষা পরিষদের উদ্যোগে এবং জাতীয় শিক্ষার প্রসার কেন ব্যর্থ হয় ?
- বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের মধ্যে তুলনামূলক আলোচনা করো ।
- বাংলায় বিজ্ঞানচর্চার ক্ষেত্রে ডা . মহেন্দ্রলাল সরকার কী ভূমিকা পালন করেন ?
- ঊনবিংশ শতাব্দীতে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ বিষয়ে সংক্ষেপে লেখো ।
- মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি ?
- বাংলায় গন শিক্ষার প্রসারের ক্ষেত্রে শ্রীরামপুর মিশনের ছাপাখানার ভূমিকা উল্লেখ করো ।
- বাংলার মুদ্রণশিল্পের অগ্রগতিতে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর অবদান কী ছিল ? উপেন্দ্রকিশোরের সাহিত্য প্রতিভা সম্পর্কে সংক্ষেপে লেখো ।
রচনাধর্মী প্রশ্ন (প্রশ্নমান–8)
- 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল ব্যাখ্যা করো ।
- 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি তার যুক্তিযুক্ত ব্যাখ্যা করো ।
- 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র প্রকৃতি সম্পর্কে আলোচনা করো ।
- বাংলার ছাপাখানার সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক কী ছিল ?
Click here to download the other Madhyamik Suggestions
Conclusion
Suggestions are nothing but a probability of outcome questions. So we suggest you to read your text books well and make a clear concept on the topic before the Madhyamik History Suggestion. We say that the text books might be one’s first priority to score well.
You can comment here about your satisfaction from this Madhyamik History Suggestion and also can discuss any of your query with us. You can also like our Facebook Page to get the latest update.
FAQs
How much common do I get from this Madhyamik History Suggestion 2023?
Approximately, you will get 80-90% common from this suggestion.
Where MCQ and SAQ Questions are available to read?
For MCQ and SAQ type question you have to read study books and Test papers.
Is this Madhyamik History Suggestion as per WBBSE new syllabus?
Yes, this suggestion is prepared as per WBBSE new reduced syllabus with the exact question pattern of Madhyamik History Exam 2023.
Where can I get the answer of the questions in this Madhyamik History Suggestion?
For answer you have to study your text books, suggestion books or can get help from your teachers.
How many Madhyamik History Suggestion I have to prepare rather than this Madhyamik Suggestion?
This depends on you. As much as you can take preparation, you will get more marks.
What is the best trick to get good mark in Madhyamik History Exam?
If you can remember the important years and can add the year in your descriptive answers, it will help you to get good or full marks in exam.
Thank u so much for free
Welcome to you